স্বদেশ ডেস্ক:
গাজীপুর সদর উপজেলা হোতাপাড়া এলাকায় চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান জনি ও রাকিব হাসান নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জনির বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি পাবনার চাটমোহর থানার দুতিয়া এলাকার বাসিন্দা। রাকিব হাসান গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা জসিম উদ্দিন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রুদ্রপুর এলাকায় স্থানীয় শ্যামলী রিসোর্ট থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। সে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে গত সোমবার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই রিসোর্টের একটি কক্ষে নিয়ে গিয়ে জনি ও রাকিব তাকে গণধর্ষণ করে। সোমবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলা করেন ওই নারী পোশাক শ্রমিক। রাতেই অভিযান চালিয়ে জনি ও রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, ভুক্তভোগীর স্বামীও একটি পোশাক কারখানার শ্রমিক। তারা মনিপুর এলাকায় ভাড়া থাকতেন। জনি তাদের পূর্ব পরিচিত। সেও এক সময় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। পরে চাকরি চলে গেলে রাকিবদের বাড়ি থেকে তাদের গবাদি পশু দেখাশুনা করত জনি।