স্বদেশ ডেস্ক:
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের আলোচিত মামলার আসামি মো. মজনুর বিচার শুরু হচ্ছে আগামী ২৬ আগস্ট। গতকাল রবিবার মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুজ্জামান বিচার শুরুর এ তারিখ ঠিক করেছেন। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য নিশ্চিত করে জানান, ওইদিন আসামির উপস্থিতিতে তার বিরুদ্ধে চার্জগঠনের শুনানি হবে। মামলাটিতে
গত ১৬ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঢাকা সিএমএম আদালতে আসামি মজনুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর পর করোনা ভাইরাসের কারণে দেশের সব আদালত ছুটিতে থাকায় এ মামলারও কার্যক্রম বন্ধ ছিল। গত ৫ আগস্ট থেকে ফের কার্যকম শুরু হওয়ার পর সিএমএম আদালত ওই চার্জশিট ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠান। এর পর গতকাল বিচারের তারিখ ঠিক করলেন ট্রাইব্যুনাল।
মামলায় চলতি বছর ৯ জানুয়ারি আদালত আসামি মজনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মজনু। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে সে কারাগারেই আছে।