স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুর সবোর্চ্চ সংখ্যায় ভারত এখন বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে।
দেশটিতে বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪২ জন। এ নিয়ে মোট ৪৭ হাজার ৩৩ জন মারা গেছেন।
ফলে সর্বোচ্চ মৃত্যুর হারে ব্রিটেনকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্যে দেখা যায়, যুক্তরাজ্যে এখন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ৭৯১ জন।
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে আজ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।
সূত্র : বিবিসি