সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

ঈদের পর বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েছে, আরো ৩ জনের মৃত্যু

ঈদের পর বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েছে, আরো ৩ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বগুড়ায় অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। ঈদের আগে সংক্রমণ কিছুটা কমলেও পরে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে করোনায় আরো তিনজন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৯০ জন। আক্রান্তদের মধ্যে ৫২ জন পুরুষ, ৩২ জন মহিলা ও ৬ জন শিশু। উপজেলাভিত্তিক সোনাতলায় একজন, শিবগঞ্জে একজন, আদমদিঘীতে পাঁচজন, কাহালুতে চারজন, শেরপুর একজন ও বগুড়া সদরে ৭৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এ তথ্য জানান ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৬ করোনামুক্ত হয়েছেন। গতকাল আরো তিনজন মৃত্যুবরণ করায় এ সংখ্যা এখন ১২২ জন। এদের একজনের বাড়ি বগুড়া শহরের রোডজোন সেউজগাড়ী, একজন শেরপুর উপজেলা ও অপরজনের নাটোরে জেলায়।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টা পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩৯২ জন। এদের মধ্যে তিন হাজার ৬৫৬ জন পুরুষ, এক হাজার ৪৬৬ জন নারী ও ২৭০ জন শিশু রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877