স্বদেশ ডেস্ক:
কিট কেনাসহ অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম সংগ্রহের জন্য ৪শ কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ খাতের টাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে পুনঃউপযোজনে সম্মতি চাইলে গত ৩০ জুলাই তা অনুমোদন দেওয়া হয়। এ টাকা দিয়ে কেন্দ্রীয় ঔষধাগার টেস্টিং কিট কেনাসহ অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম কিনবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা যায়।
জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবালয় অংশে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ খাতে ৫শ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেখান থেকে ৪শ কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে পুনঃউপযোজনের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়- সারাদেশে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের জন্য টেস্টিং কিট, সোয়াব স্টিক কেনা প্রভৃতি কার্যক্রম হয় কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে। কেন্দ্রীয়ভাবে কেনা ও সংগ্রহ করা সুরক্ষা সামগ্রী, টেস্টিং কিট ও অন্যান্য সামগ্রী প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে দেশের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিতরণ হয়। তাই প্রস্তাবিত অর্থ কেন্দ্রীয় ঔষধাগারের অনুকূলে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ খাতে পুনঃউপযোজন করা প্রয়োজন।
পরে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে এতে সম্মতি দেয় অর্থ বিভাগ। শর্তগুলো হলোÑ অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম উদ্ঘাটিত হলে দায়ী থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তাবিত খাত ছাড়া অন্য কোথাও এ অর্থ ব্যয় করা যাবে না। অব্যয়িত অর্থ (যদি থাকে) যথাসময়ে সমর্পণ করতে হবে। পুনঃউপযোজনকৃত টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। জারিতব্য সরকারি আদেশে সমন্বয় কোড উল্লেখ এবং উপযোজনকৃত অর্থ অব্যয়িত অর্থের মধ্যে সীমিত রয়েছে তা নিশ্চিত করে বিল পরিশোধ করতে হবে।