মেষ:দূরের যাত্রায় ভালো বন্ধু জুটে যেতে পারে।যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।
বৃষ:কুচক্রান্তে পড়ে নিজের ক্ষতি হবে। দরকারি কাজ মেটানোর জন্য আজ শুভ দিন।সম্পত্তি কেনাবেচার শুভ সময়।
মিথুন:শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও বেড়াতে যেতে হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে।
কর্কট: উচ্চশিক্ষার ভাল যোগ রয়েছে।অফিসে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে।
কন্যা:প্রেমের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আজ। কাজের পরিবেশে আজ সাময়িকভাবে কিছু অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও সেটি আজ কাটিয়ে উঠতে পারবেন ।
তুলা:এই সপ্তাহের মধ্যেই আপনার জীবনে নতুন রোম্যান্টিক অনুভূতি আসতে পারে। যার আচরণে আপনি এক সময়ে বিরক্ত হতেন তাঁর প্রশংসা করতে পারেন।
বৃশ্চিক:জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখুন যতটা সম্ভব। যে কোনও বিষয়ে সন্দেহ হল চেপে রাখবেন না।
ধনু:কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।কর্মে আজ অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।
মকর:শারীরিক দুর্বলতার জন্য কর্মে ব্যঘাত।বায়ু পথে ভ্রমণ হলেও হতে পারে।অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে।
কুম্ভ:কাজের জায়গায় আজ কোনও রকম চালাকি না দেখানোই ভাল।পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে।
মীন:যন্ত্র জাতীয় কিছু খারাপ হওয়ার জন্য প্রচুর খরচ হতে পারে।সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা দেখতে পাবেন।