স্বদেশ ডেস্ক:
অন্যান্য দেশে সংক্রমণ বাড়লেও কঠোর ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল চীন। সম্প্রতি দেশটিতে দ্বিতীয়বারের মতো ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়েছে। একে বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ।
যার ফলে গত প্রায় সাড়ে তিন মাস পর দেশটিতে রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। আজ বুধবার চীনে নতুন করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত এপ্রিলের মাঝামাঝি একদিনে এরও বেশি রোগী পাওয়া গিয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষও।
সংক্রমণের এ দ্বিতীয় ঢেউয়ে আজ বুধবার শনাক্ত হওয়াদের মধ্যে ২৭ জন উপসর্গহীন আক্রান্ত রোগী রয়েছেন। এর আগে গত সোমবার উপসর্গহীন রোগী পাওয়া গিয়েছিল অন্তত ৩৪ জন।
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে নতুন এই আক্রান্তের হার সবচেয়ে বেশি। সেখানে ৮৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। বেইজিংয়ে একজন পাওয়া গেছে, বাকিরা বহিরাগত।
নতুন রোগীসহ চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৬০ জন। নতুন করে কেউ করোনায় মারা না যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনই রয়েছে।