রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

গরু বিক্রি করে ফেরার পথে ১৬ লাখ টাকা ছিনতাই

গরু বিক্রি করে ফেরার পথে ১৬ লাখ টাকা ছিনতাই

স্বদেশ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে আশুলিয়ার খেজুর বাগানের গরুহাট থেকে ফেরার পথে নিকটস্থ টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় আহতরা হলেন-ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। এ ছাড়া গাড়ির চালককেও বেধড়ক পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আহত হাজী আমজাদ হোসেন বলেন, ‘আশুলিয়ার খেজুরবাগান এলাকার গরুর হাটে গরু বিক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে যানজটের কারণে টঙ্গাবাড়ি শাখা সড়ক দিয়ে রওয়ানা করি। কিছুদুর যেতেই বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা দেখে গাড়ি থামিয়ে দেয় চালক। এ সময় রাস্তার দুই পাশ থেকে ৭-৮ জন ডাকাত এসে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। পরে আমার সঙ্গে থাকা আরেক গরু ব্যবসায়ী আবু সাইদের বাম হাতে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ৭ লাখ ৩০ হাজার ও আমাকে রড দিয়ে পিটিয়ে ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’

সাভারের সীমা জেনারেল হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিয়েছেন জানিয়ে হাজী আমজাদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় খবর দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু জানান, টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877