স্বদেশ ডেস্ক: অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় জামিন চেয়ে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে এসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান মোহাম্মদ হোসেন।