স্বদেশ ডেস্ক:
বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এ পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সর্বশেষ তথ্যে জানিয়েছে, এ পর্যন্ত এই মহাপ্লাবনে প্রায় ২৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএসডিএমএ জানায়, সোমবার সোনাপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ালপাড়া , এখানে ৪ লাখ ৫৯ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরেই বরপেটা জেলায় ৩ লাখ ৩৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত লোকদের রাজ্যজুড়ে অস্থায়ী ত্রাণ ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে। সূত্র : বাসস