সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

স্বদেশ ডেস্ক: সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য তাকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকালে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন।

বাদশাহ সালমানের ৩৪ বছর বয়সী ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তাকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877