স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাস বিশ্বে সংক্রমণের যে তাণ্ডব চালাচ্ছে, তার জিনগত গঠন ও আচরণ চীনে প্রথম যে ভাইরাস আঘাত হেনেছিল, তার থেকে বদলে গেছে। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।
কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস যার পোশাকি নাম সার্স-কোভ-২, তার আচরণ বদলে গেছে অর্থাৎ এই ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় ‘মিউটেট’ করে ফেলেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই করোনাভাইরাস প্রথম আত্মপ্রকাশ করার পর এর জিনে কয়েক হাজার বদল ঘটেছে। কিন্তু তারা দেখছেন, এর একটি ভাইরাসের আচরণে পরিবর্তন এনেছে।
বিজ্ঞানীরা আরও বলছেন, ভাইরাসের এই পরিবর্তন ঘটেছে সম্ভবত ভাইরাসটি ইতালি পৌঁছানোর পর। আর বিশ্বের বিভিন্ন দেশে যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে তার ৯৭ শতাংশের মধ্যে এই নতুন জিনগত পরিবর্তন ধরা পড়েছে।
ভাইরাসের জিনগত বদল অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই পরিবর্তনের অর্থ কী, তা নিয়ে বিজ্ঞানীরা এখন কাজ করছেন। তবে তারা অন্তত এটুকু জানতে পেরেছেন যে, মিউটেশন বা জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেড়েছে। সূত্র : বিবিসি