রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

ভোরে খালি চোখে দেখা যাবে পাঁচটি গ্রহ!

ভোরে খালি চোখে দেখা যাবে পাঁচটি গ্রহ!

স্বদেশ ডেস্ক:

আজকের দিনটিকে বিস্ময়কর বলা হচ্ছে। কারণটাও বিস্ময়কর, কেননা মহাজাগতিক এক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। মানুষ খালি চোখে দেখতে পারবে বিশ্বব্রহ্মাণ্ডের পাঁচটি গ্রহকে!

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এ তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে। শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে টেলিস্কোপের দরকার হবে না। একদম খালি চোখে মানুষ গ্রহগুলো দেখতে পাবে।

বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এ পাঁচটি গ্রহ দেখা যাবে কাল ভোরে। গবেষকরা বলছেন, সূর্য ওঠার অন্তত এক ঘণ্টা আগে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিনেট বলছে, মহাকাশ গবেষক জেফরি হান্ট তাদের জানিয়েছেন, রোববার ভোরে পাঁচটি গ্রহকে নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে দেখা যাবে। উত্তর-উত্তরপশ্চিম দিকে থাকবে বুধ গ্রহ, শুক্র থাকবে পূর্ব-উত্তরপূর্ব আকাশের নিচের দিকে। মঙ্গলকে একাকী দেখা যাবে দক্ষিণ-পূর্বে। বৃহস্পতি ও শনি গ্রহকে দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে।

২০২২ সালের জুন মাসেও নাকি আবার এ দৃশ্য দেখা যাবে বলে দাবি করেছেন গ্রহ-নক্ষত্র নিয়ে গবেষণাকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877