রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

১০০ ঘণ্টাতেই শনাক্ত ১০ লাখ করোনা রোগী

১০০ ঘণ্টাতেই শনাক্ত ১০ লাখ করোনা রোগী

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা রয়টার্সের একটি চিত্রে স্পষ্ট হয়েছে। সংবাদমাধ্যমটি দেখিয়েছেÑ মাত্র ১০০ ঘণ্টায় বিশ্বে নতুন করে ১০ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখের মাইলফলক ছুঁতে সময় লেগেছে মাত্র ১০০ ঘণ্টা।

যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে শনাক্ত রোগীর সংখ্যা উল্লম্ফনের কারণে বিশ্বে এখন প্রায় প্রতিদিনই আড়াই নতুন শনাক্ত হচ্ছে। বিভিন্ন দেশের সরকারের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা রয়টার্সের হিসাবে গত শুক্রবার রাতেই বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়ে যায়।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে প্রাণঘাতী এ ভাইরাসের আবির্ভাবের পর বিশ্বজুড়ে প্রথম ১০ লাখ রোগী পেতে সময় লেগেছিল তিন মাস। সংক্রমণের বিস্তৃতি ও শনাক্তকরণ পরীক্ষার পরিমাণ বাড়ায় এরপর প্রতি ১০ লাখ শনাক্তে সময় ক্রমাগত কমতে থাকে। গত সপ্তাহের সোমবার রোগীর সংখ্যা টপকায় এক কোটি ৩০ লাখ। তার মাত্র ১০০ ঘণ্টার ব্যবধানেই যুক্ত হয় আরও ১০ লাখ।

সারাবিশ্বে বর্তমানে যত রোগী রয়েছে তার এক চতুর্থাংশের বেশি রয়েছে এক যুক্তরাষ্ট্রেই। গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭১ হাজারের বেশি, এর মধ্যে এক লাখ ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেবল বৃহস্পতিবারই দেশটিতে শনাক্ত

হয়েছে ৭৭ হাজার ২১৭ নতুন রোগী। এদিকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিলের অবস্থান। আর তার পরই রয়েছে ভারতের অবস্থান। এ তিনটি দেশেই সংক্রমণ কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

রয়টার্সের হিসাব অনুযায়ী, বিশ্বে এখন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে ফ্লুতে আক্রান্ত গুরুতর রোগীর প্রায় তিনগুণ। করোনায় আক্রান্ত ১০ জানুয়ারি প্রথম মৃত্যুর খবর জানার পর পরের ৭ মাসেই মহামারী বিশ্বের ৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877