স্বদেশ ডেস্ক:
বর্ণবাদবিরোধী আন্দোলনের সর্বকালের সর্বজনবিদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মেয়ে জিনজি ম্যান্ডেলা আর নেই। গতকাল সোমবার সকালে জোহানেসবার্গের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, জিনজির মা উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাও ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী। ৫৯ বছর বয়সী জিনজি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ছিলেন। মৃত্যুর সময়েও তিনি ওই দায়িত্বেই ছিলেন।
বিবিসি জানায়, নেলসন ম্যান্ডেলার ছয় সন্তানের মধ্যে বর্তমানে মাত্র দুজন জীবিত আছেন। তারা হলেন জিনজির বোন জেনানি দন্ডামিনি ও ম্যান্ডেলার প্রথম স্ত্রীর সন্তান পুমলা মাকাজিয়ে ম্যান্ডেলা। জিনজি নেলসন ম্যান্ডেলার ষষ্ঠ সন্তান ও উইনি ম্যান্ডেলার দ্বিতীয় সন্তান।