মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিশিগানে মাস্ক বাধ্যতামূলক না পড়লে ৫০০ ডলার জরিমানা!

মিশিগানে মাস্ক বাধ্যতামূলক না পড়লে ৫০০ ডলার জরিমানা!

স্বদেশ রিপোর্ট:

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মিশিগানে গতকাল শুক্রবার আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিন সংক্রমিত হয়েছেন আরও ৬১২ জন। তবে দিন দিন এ রাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন গভর্নর।

গতকাল শুক্রবার মাস্ক নিয়ে জারি করা এক নির্দেশনায় গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, মাস্ক আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশ কমাতে পারে। বিশেষ করে ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানেও মাস্ক ব্যবহার করতে হবে। কিছু বিশেষ কারণ ছাড়া সবাইকে মাস্ক পরতে হবে। ইচ্ছাকৃতভাবে মাস্ক ব্যবহার না করে আইন ভঙ্গ করলে ৫০০ ডলার জরিমানা দিতে হবে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত তিন সপ্তাহ ধরে মিশিগান রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে ফ্লোরিডা, অ্যারিজোনা ও টেক্সাসের তুলনায় কম। গত সাতদিনে রাজ্যে গড়ে আক্রান্ত হয়েছে ৪৫১ জন। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩৪৯ জন।

মিশিগানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবারের মৃত ১৫ জনের মধ্যে আগে মারা যাওয়া কয়েকজন আছে। মিশিগানে গত ছয় সপ্তাহ ধরে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ৪ জুলাই পর্যন্ত এক সপ্তাহে আড়াই হাজারের বেশি আক্রান্ত হয়েছে। রাজ্যে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৬৮ হাজার ২৯৫ জন এবং মারা গেছে ৬ হাজার ৩৯ জন।

অন্যান্য রাজ্যের তুলনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা মিশিগানে কমলেও রাজ্যের হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীরা সতর্ক করে বলেছেন, ‘কমছে এটা ভেবে যদি আমরা যা ইচ্ছা তাই করি তাহলে রাজ্যে বিপদ অনেক বাড়বে।’

রাজ্যের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ড. জোনেইগ খালদুন গত বৃহস্পতিবার বলেন, পরীক্ষার সংখ্যা বাড়ছে। কিন্তু তাই বলে আক্রান্তও বাড়ছে এই কথা বলে সংক্রমণ বাড়ার অন্য কারণকে অবহেলা করা ঠিক নয়। সাম্প্রতিক সপ্তাহে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা ২ শতাংশ থেকে ৩ শতাংশ। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩ দশমিক ২৩ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877