বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এ ছাড়া রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক ও কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানেও করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন কোয়েল।
কোয়েল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বাবা, মা, রানে ও আমি কোভিড-১৯ পজিটিভ। সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছি।’
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়। ১৫ দিন আগে তাদের প্রত্যেকের শরীরের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপর এ তিনজনসহ পরিবারের অন্যান্যদেরও করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। আজ শুক্রবার দুপুরে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
সম্প্রতি মা হয়েছেন কোয়েল মল্লিক। সন্তান হওয়ার পর থেকেই কোয়েল তার মা-বাবার সঙ্গে কলকাতার গলফগ্রিনের বাড়িতে রয়েছেন। এখানেই কোয়ারেন্টিনে রয়েছেন মল্লিক পরিবারের সদস্যরা। কলকাতার স্বাস্থ্যভবন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।