মেষ:লংজার্নি এড়িয়ে চলুন। গ্রহণের সময়ে অপ্রত্যাশিত সমস্যা ঘাড়ে চাপতে পারে। মেজাজ হারিয়ে ঝগড়াঝাঁটিতে জড়াবেন না।
বৃষ:ব্যক্তিগত এবং পেশাদারি উভয় জায়গায় সমস্যা বৃদ্ধি হতে পারে। নিজের যত্ন না নিলে অর্গান ফেলিওরের মত শারীরিক সংকট দেখা দিতে পারে।
মিথুন:বকেয়া কাজের অধিকাংশই সম্পন্ন হবে। গ্রহণ অনেক বাধা প্রদান করবে আপনাকে, তবে আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন।
কর্কট:মগজধোলাই করতে পারে এমন লোকেদের থেকে দূরে থাকুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। সমস্যার সম্মুখীন হলেও, চটজলদি সমাধান পেয়ে যাবেন।
সিংহ:আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প আয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।
কন্যা:প্রেমের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আজ। বন্ধুর দ্বারা ব্যবসায় কোনও রকম বড়ো উপকার পেতে পারেন।
তুলা:এই সপ্তাহের মধ্যেই আপনার জীবনে নতুন রোম্যান্টিক অনুভূতি আসতে পারে।প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন।
বৃশ্চিক: উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হবে।
ধনু:মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে। কোনও আইনি কাজের জন্য খরচ বাড়বে।
মকর:বন্ধুর সঙ্গে বিবাদের আশঙ্কা। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। শরীর নিয়ে সমস্যা হতে পারে।
কুম্ভ:শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময় আসছে। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় বাধা আসবে।
মীন:শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময় আসছে। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে।