স্বদেশ ডেস্ক:
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৪১৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। একইসময়ে ৩০৬ জন মারা গেছেন। দেশে করোনায় এ পর্যন্ত ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন। আজ (রোববার) সকাল ৯ টা ২৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৭৫৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার হার ৫৫.৪৮ শতাংশে পৌঁছেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্যে প্রকাশ, ২০ জুন একদিনে ১ লাখ ৯০ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই একদিনে সবচেয়ে বেশি পরীক্ষার পরিসংখ্যান। ২০ জুন পর্যন্ত দেশে মোট ৬৮ লাখ ৭ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৯.০৮ শতাংশ করোনা পজিটিভ ধরা পড়েছে।
ভারতে প্রথম সংক্রমণ থেকে মোট আক্রান্তের সংখ্যা চার লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৪৩ দিন। শূন্য থেকে এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু ১ লাখ থেকে সংক্রমণ ২ লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৫ দিন। ওই সংখ্যা ৩ লাখে পৌঁছতে ১০ দিন এবং ৪ লাখে পৌঁছতে মাত্র ৮ দিন সময় লেগেছে। পার্সটুডে