রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

‘চিকিৎসা অবহেলায়’ রোগীর মৃত্যু, স্বজনদের হামলায় ডাক্তারের মৃত্যু

‘চিকিৎসা অবহেলায়’ রোগীর মৃত্যু, স্বজনদের হামলায় ডাক্তারের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

খুলনায় রোগীর স্বজনদের হামলায় রকিব উদ্দিন (৬০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ডা. রকিব নগরীর গল্লামারী এলাকায় অবস্থিত রাইসা ক্লিনিকের মালিক এবং বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ।

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ এনে গতকাল সোমবার রাতে ওই মৃত ব্যক্তির কয়েকজন স্বজন ডা. রকিব উদ্দিনের ওপর হামলা চালান।

নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম জানান, নগরীর মোহাম্মদ নগর পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে গত রোববার সিজারের জন্য নগরীর রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে গত সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সোমবার রাতে শিউলী বেগমের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘এ ঘটনায় রোগীর স্বজন কুদ্দুস, আরিফ, সবুরসহ আরও কয়েকজন মহিলা সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমার বড় ভাইকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এর সিসিটিভি ফুটেজ রয়েছে। মাথার পেছনে জখম হলে তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ‘ডা. রকিবের মৃত্যুর খবর শুনে রাইসা ক্লিনিকে গিয়েছিলাম। তার মরদেহ আবু নাসের হাসপাতালে রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877