শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

বগুড়ায় এক দিনে টেস্টের অর্ধেকই করোনা পজেটিভ

বগুড়ায় এক দিনে টেস্টের অর্ধেকই করোনা পজেটিভ

স্বদেশ ডেস্ক:

বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার শফিক আমিন কাজল করোনা আক্রান্ত হয়েছেন। একই সাথে গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, পুলিশ ও চিকিৎসকসহ ১২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন বগুড়া জেলার ২৫৬টি নমুনা পরীক্ষা শেষে শনাক্তের হার ৫০ শতাংশ।

রোববার রাতে বগুড়া সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা: ফারজানুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, আক্রান্তদের মধ্যে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: শফিক আমিন কাজলসহ ১০ জন চিকিৎসক, তিনজন সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন নার্স ও পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭৮ জন, নারী ৪০ জন ও শিশু ১০ জন। বগুড়ায় এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

এনিয়ে বগুড়ায় ১৫ জনের মতো সাংবাদিকের দেহে করোনা শনাক্ত হলো।

রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়া জেলার ৯৪ জন পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত সংখ্যা ১৪০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877