শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকা লকডাউন হবে কিনা, সিদ্ধান্ত সরকারের : হাইকোর্ট

ঢাকা লকডাউন হবে কিনা, সিদ্ধান্ত সরকারের : হাইকোর্ট

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ঢাকা শহরকে লকডাউন করা হবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আদালতের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ রোববার ঢাকা লকডাউন করার আদেশ চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন। এ রিটের ওপর আদেশের জন্য আগামীকাল সোমবার (১৫ জুন) দিন ধার্য করেন আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। গত বৃহস্পতিবার আইনজীবী মাহবুবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট করেন।

রিট আবেদনে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে পুরো ঢাকাকে লকডাউন করার ঘোষণা চাওয়া হয়। এ ছাড়া রিটে করোনা চিকিৎসার সুবিধার্থে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বিবাদী করা হয় মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব (হাসপাতাল ও প্রশাসন), পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877