শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান

এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান

স্বদেশ ডেস্ক:

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ নামে ওই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও স্থান পায়নি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এমনকি ৪০০’র মধ্যে নেই কোনোটি।

এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছে চীনের বিশ্ববিদ্যালয়। এ সংখ্যা ২৩টি। জাপানের রয়েছে ১৪টি। এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এ তালিকায়।

এশিয়া সেরার তালিকায় এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে একই দেশের পেকিং বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এই র‌্যাংকিং করা হয়।

এই নিয়ে অষ্টমবার এই র‌্যাংকিং প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন।

বুধবারই এই তালিকাটি প্রকাশিত হয়েছে। এশিয়ার ৩০টি দেশে ও অঞ্চলের ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ বার প্রতিনিধিত্ব করেছিল।

২০২০-র র‌্যাংকিংয়ে ভারতের ৫৬টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে। সেখানে জাপানের সর্বোচ্চ ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে। চীন থেকে ৮১টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে।

ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবথেকে ভালো র‌্যাংকিং বেঙ্গালুরুর ‘দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’।

এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে বেঙ্গালুরুর এই বিজ্ঞান প্রতিষ্ঠানটি। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছে আইআইটি-রোপড় (৪৭)। আইআইটি-খড়গপুরের র‌্যাংকিং ৫৯। আইআইটি-দিল্লি রয়েছে ৬৭ নম্বরে। আইআইটি-বোম্বের র‌্যাংকিং ৬৯। আইআইটি ইন্দৌর ও আইআইটি রুরকি রয়েছে যথাক্রমে ৫৫ ও ৮৩ নম্বরে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাগ্রে থাকলেও ২০১৯ সালের র‌্যাংকিংয়ের তুলনায় ৭ ধাপ নিচে নেমে এসেছে। অন্য দিকে, আইআইটি খড়গপুর গত বছরের তুলনায় ১৭ ধাপ ওপরে উঠেছে। আইআইটি দিল্লি আবার ২৪ ধাপ সামনে এগিয়েছে। অন্য দিকে, আইআইটি রোপড় ঢুকে পড়েছে সেরা ৫০-এ।

প্রথম ১০০-র মধ্যে ভারতের অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (৯২)।

সেরা ১০০’র মধ্যে রয়েছে পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়। এর অবস্থান ৭৫ নম্বরে।

শ্রীলঙ্কার পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯ নম্বরে।

এছাড়া সেরা ১০০টির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার রয়েছে ১২টি, হংকংয়ের ছয়টি, ইসরাইলের পাঁচটি, তুরস্কের চারটি বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। তবে তাদের অবস্থান তিন ও ছয় নম্বরে।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১ নম্বরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877