স্বদেশ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত অপেক্ষাকৃত কম অসুস্থ রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভেরের কার্যকারিতার আরও প্রমাণ মিলেছে বলে দাবি করেছে এটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস।
সিএনএন জানায়, গত সোমবার এক বিবৃতিতে মার্কিন এই প্রতিষ্ঠানটি দাবি করে, রেমডেসিভেরের পাঁচ দিনের কোর্স রোগীদের ভালো হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।
এ ছাড়া ওষুধটি যে কোভিড-১৯ আক্রান্তদের সুস্থ হতে সাহায্য করে, এর পক্ষে আরও প্রমাণ আছে। ইতোমধ্যে গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে রেমডেসিভের ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ, ভারতসহ আরও কয়েকটি দেশেও রেমডেসিভের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) স্বীকার করেছে, করোনার সম্ভাবনাময় ওষুধগুলোর মধ্যে অন্যতম এটি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় প্রয়োজন। ফলে রেমডেসিভের এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।
বিবৃতিতে গিলিয়েড সায়েন্সেস দাবি করেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিন্তু ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন নেওয়া লাগছে না-এমন রোগীদের ক্ষেত্রে রেমডেভেরের পাঁচ দিনের কোর্স বেশ কার্যকর। যদিও ওষুধটির ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার ফলগুলো এখনো কোনো মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়নি।
তবে গিলিয়েড বলেছে, আসছে সপ্তাহগুলোয় এই ফল প্রকাশের জন্য সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার পরিকল্পনা করেছে তারা। এদিকে করোনা চিকিৎসায় রেমডেসিভের প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোভিড উপসর্গ রয়েছে এমন ব্যক্তি বা করোনা পজিটিভ সাবালক ও শিশুর শরীরে এই ওষুধ প্রয়োগ করা যাবে।