স্বদেশ ডেস্ক:
বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে গত শুক্রবার জানান এনটিভির একজন বিশেষ প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা গেছে, এনটিভির বার্তা বিভাগের কয়েকজন, মেকআপম্যান, নিউজ প্রেজেন্টার, ক্যামেরাম্যান, ড্রাইভারসহ অনুষ্ঠান বিভাগের বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনটিভির একজন যুগ্ম বার্তা সম্পাদকের মাধ্যমে তার পরিবারের কয়েকজন আক্রান্ত হন। আক্রান্তের পর করোনায় মারা যান তার বাবা।