বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ভাবনার গল্পে অনিমেষ আইচের চলচ্চিত্র

ভাবনার গল্পে অনিমেষ আইচের চলচ্চিত্র

স্বদেশ ডেস্ক: করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় গৃহবন্দী আছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আর এই সময়টা কাজে লাগিয়ে তিনি লিখেছেন গল্প। সেই গল্প নিয়ে ঘরেই মুঠোফোনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালেন নির্মাতা অনিমেষ আইচ। ২০ মিনিটের এই চলচ্চিত্রের নাম ‘একা’।

করোনাকালে পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ। অভিনয়ে আছেন ভাবনা, শতাব্দী ওয়াদুদ ও রুনা খান।

ভাবনা বলেন, ‘করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে আমি ছবি আঁকা-আঁকির মধ্যেই ছিলাম। মূলত অনিমেষ আইচের অনুপ্রেরণাতেই গল্পটা লেখা। “একা” বন্দী সময়ের একটি বাস্তবিক গল্প। গল্পটা বর্তমান সময়ের করোনা আতংকের গল্প।’

ভাবনার লেখা ‘একা’ স্বল্পদৈর্ঘ্যটি গতকাল উন্মুক্ত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877