স্বদেশ রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনায় লকডাউন থাকায় নিউইয়র্ক ,নিউজার্সি সহ প্রতিটি অঙ্গরাজ্য মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় দিন পবিত্র ঈদুল ফিতর নিরানন্দ পরিবেশে উদযাপিত হয়েছে। এ বছর ব্যতিক্রমী এক পরিবেশে ঈদ উদযাপন করেছেন এখানকার মুসলমানরা।এমন বিবর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে হবে তা কেউ স্বপ্নেও ভাবেননি।তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরের মধ্যে বা ঘরের পেছনে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করেন। এবারের ঈদে সবার কামনা ছিল সবাই যেন করোনা থেকে মুক্ত থাকে ,যারা করোনায় আক্রানত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্হ হন,পৃথিবী থেকে যেন সহসাই ‘করোনা’ দূর হয়ে যায়। ঈদের নামাজ শেষে প্রবাসীরা দেশে ও প্রবাসে অবস্হানরত আত্মীয়- স্বজন,বন্ধু-বান্ধবদের সাথে টেলিফোন,স্কাইপ,জুম, মেসেনজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এবারের ঈদ ছিল সবার জন্য কষ্টের, দু:খের ও বেদনার। অনেকের স্বজন করোনায় আক্রানত হয়েছেন বা মারা গেছেন।তাই অনেকেই দু:খ ভারাক্রানত মন নিয়েই ঈদ উদযাপন করেছেন।