স্বদেশ ডেস্ক:
বিশ্বের এখন তৃতীয় ধনীতম ব্যক্তি ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ। গত দু’মাসে তার সম্পত্তি বেড়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলারের মতো।
ব্লুমবার্গের তৈরি বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন মার্ক। ব্লুমবার্গ জানাচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি জাকারবার্গের সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৫৭.৫ বিলিয়ন ডলার৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৭.৫ বিলিয়ন ডলার।
করোনা অতিমারীর জেরে গোটা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা লেগেছে৷ শুরু হয়েছে আর্থিক মন্দা৷ বেশিরভাগ সংস্থাই ক্ষতির মুখে৷ তার মধ্যেও গত দুমাসে ফেসবুক কর্ণধার মার্ক জাকেরবার্গের সম্পত্তি বিপুল বৃদ্ধি পেয়েছে৷
সূত্র : আজকাল