শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখে আল্লাহ মারে কে! বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাংক কর্মকর্তা

রাখে আল্লাহ মারে কে! বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাংক কর্মকর্তা

পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে মনে হয়েছিল, ৯৮ জন যাত্রীর কেউই আর বোধ হয় বেঁচে নেই৷ তবে পাকিকস্তান নিউজ চ্যানেল জিও টিভি জানাচ্ছে, এত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় খুব সামান্য ক্ষত নিয়ে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন ব্যাংক অফ পাঞ্জাবের সিইও জাফর মাসুদ৷ বরাত জোরে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সরকারি সংস্থা আর্বান ইউনিটের সিইও খালিদ শেরদিল৷ তারও ক্ষত অল্পই৷ মাত্র দু’জন যাত্রীই বেঁচে গেছেন বলে দি নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

শুক্রবার পাকিস্তানের দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে মোট ৯৮ জন ছিলেন৷ তাদের মধ্যেই ছিলেন জাফর মাসুদ ও খালিদ শেরদিল৷ একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জিন্না আন্তর্জাতিক বিনানবন্দরে নামার ঠিক আগেই ভেঙে পড়ে৷ বিমানের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয় ব্যাংক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদকে৷ তাকে ভর্তি করা হয় দারুল সেহত হাসপাতালে৷ জানা গেছে, তাঁর ঘাড়ে ও পিছনে অল্প চোট লেগেছে৷ এমনকী বিমানটি বিস্ফোরণ হওয়ার পরেও জাফরের শরীরে সামান্য অংশও পোড়েনি৷

ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মোহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877