শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমফানে পশ্চিমবঙ্গে ১২, বাংলাদেশে ৭ জনের মৃত্যু

আমফানে পশ্চিমবঙ্গে ১২, বাংলাদেশে ৭ জনের মৃত্যু

সুপার ঘূর্ণিঝড় আমফানের আঘাতে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে ১২ জনের ও বাংলাদেশে সাতজনের মৃত্যুর খবর জানা গেছে। আমফানে পশ্চিমবঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রচণ্ড ঝড়ো বাতাসে বহু গাছপালা উপড়ে গেছে, অনেক বাড়ি-ঘর মাটিতে মিশে গেছে। ঝড়ের মূল আঘাতটি এখান দিয়েই বয়ে গেছে। সেখানকার দুটি জেলা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বাংলাদেশ অংশে পৌছনর পর সাইক্লোন আমফান দুর্বল হয়ে যায়।

আমফানের কারণে বাংলাদেশে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১, বরগুনায় ১, বাগেরহাটের শরণখোলায় ১, সাতক্ষীরায় ১, অন্য আরেকটি জেলায় একজন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাইক্লোন আম্পানের ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন :

·এ পর্যন্ত তারা অন্তত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পেয়েছেন।

·দক্ষিণ-চব্বিশ পরগণা এবং উত্তর-চব্বিশ পরগণা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

·দক্ষিণ-চব্বিশ পরগণার পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তি, কুলতলী এবং কলকাতা শহরের কাছে বারুইপুর এবং সোনারপুর এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে আম্পান।

·সুন্দরবন এবং সাগরদ্বীপেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে।

·উত্তর-চব্বিশ পরগণার বারাসত, বশিরহাট এবং বনগাঁ পরিস্থিতিকেও ‌‘পুরো গেছে’ বলে বলা হচ্ছে।

·তবে পূর্ব মেদিনিপুর জেলা এবং দিঘার দিকে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

·কত বন্যা প্রতিরোধ বাঁধ ভেঙ্গেছে তার কোনো হিসেব নেই।

সাইক্লোনের ভয়াবহ ধ্বংসলীলার তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখনো তীব্র ঝড়ের কবলে, বিদ্যুৎ-টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর প্রশাসন, স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতির এরকম একটা প্রাথমিকচিত্র দিচ্ছেন বিবিসির কাদির কল্লোল :

·সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালি, পিরোজপুর, বরিশালসহ পুরো অঞ্চল এখনো তীব্র ঝড়ের কবলে

·পুরো অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগও।

·দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মহসিন জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে বাঁধ ভেঙ্গে গেছে। সাগরেরর পানি ঢুকেছে অনেক এলাকায়।

·পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মঠবাড়িয়ায় দেয়াল চাপা পড়ে একজন মারা গেছে।

·বলেশ্বরী নদীর মাঝখানে মাঝির চর সাগরের পানিতে প্লাবিত হয়েছে বাঁধ ভেঙ্গে যাওয়ার পর।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877