কাশ্মিরের রাজধানী শ্রীনগরে এক শীর্ষ হিজবুল নেতা ও আরও এক উগ্রবাদীর মৃত্যুর একদিন পরেই বুধবার দুজন সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর জওয়ানকে শহরের উপকণ্ঠে পান্দাচ এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে।
জম্মু-কাশ্মির পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই দুই বিএসএফ জওয়ান শ্রীনগরের বাইরে নাকা ডিউটিতে ছিলেন।
জম্মু-কাশ্মির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, “শ্রীনগর শহরের বাইরে পান্দাচ চৌকে নাকা ডিউটিতে থাকা দুজন বিএসএফ জওয়ানের ওপর গুলি চালায় বাইক আরোহী দুই বা তিনজন যুবক। একজন জওয়ানের মৃত্যু হয়। আরেকজনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
সোউরার শের-ই-কাশ্মির ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর কর্মকর্তারা জানান, দুজন জওয়ানকেই হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ ফারুক জান বলেন, “দুজন বিএসএফ কর্মীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।”
এর আগে সোমবার রাত থেকে চালু হওয়া গুলির লড়াইয়ে নিহত হয় হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কম্যান্ডার তথা বিচ্ছিন্নতাবাদী এক নেতার পুত্র, সঙ্গে আরও এক উগ্রবাদী। নিহত হিজবুল নেতার নাম জুনেইদ সেহরাই। সে এবং তার সঙ্গী নিহত হয় পুরনো শহরের নওয়াকদল এলাকায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।