রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

টেলিকনফারেন্সে কুলাউড়ায় বিএনপির খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন মির্জা ফখরুলের

টেলিকনফারেন্সে কুলাউড়ায় বিএনপির খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন মির্জা ফখরুলের

কুলাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচী টেলিকনফারেন্সের মাধ্যমে সোমবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় টেলিকনফারেন্সে তিনি বলেন, বৈশ্বিক দুর্যোগেও সরকার স্বজনপ্রীতি করছে। দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করে দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে। বিএনপির সর্বদলীয় খাদ্য সহায়তা বিতরণের প্রস্তাব প্রত্যাখান করে সরকার স্বজনপ্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি সব সময় মানুষের কল্যাণে পাশে ছিলো এবং আছে। তিনি কুলাউড়ার বিএনপির খাদ্য সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধনকালে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক মেয়র কামাল উদ্দিন জুনেদ, সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ান প্রমূখ।

কুলাউড়া উপজেলা বিএনপি প্রবাসী হোয়াট্স অ্যাপ গ্রুপের অর্থায়নে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে পর্যায়ক্রমে। উদ্বোধনী দিনে কুলাউড়া পৌরসভা, টিলাগাঁও ও হাজিপুর ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877