রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

সবাইকেই এগিয়ে আসার দরকার

সবাইকেই এগিয়ে আসার দরকার

গল্পটা একটু সবাই মন দিয়ে পড়বে  দয়া করে । আমি চিনা না কখনো দেখা ও হবে না Bipul Barikdar একটা জুমে বলেছেন শুনে Katrina Love For Bangladesh Inc পক্ষে আমি কিছু সাহায্য করেছি যাতে এই বোনটা ২/১ মাসে চলে যায়—-এই মহামারি ভিতরে পরিবারটা বরিশাল আসে চাকরি খুঁজতে। কিন্তু কয়েক দিন হলো বোনটা স্বামী একসিডেন্ট করে মারা জায় এবং তখন পরিবারটা বাচছা নিয়ে খুবেই অসুবিধার মধে পরে যায় নতুন শহরে কাউকে চিনে না। সরাকারি লোকদের কাছে সাহায্যর জন্য যায় সবাই বলে ভোটার আইডি লাগবে। আমরা সবাই জানি সরকারি সাহায্য পেতে অনেক কাহিনি করতে হয়। যাইহোক বোনটা কি ভাবে জানি যানতে পারছে যদি তিনি কোন Christian মিশনে যায় তাহলে তারা হয়তো সাহায্য করতে পারে। যাইহোক তিনি যখন একটা মিশনের সামনে গেলেন তখন দেখলেন মিশন গেট বন্দ তখন বোনটা খুব কান্না করতে ছিল। এটা দেখে কেউ একজন পাস্টার বিপুল বারিকদারকে কল করে বলাতে। পাস্টার : বারিকাদার এসে যখন এই বোনটাকে জিগাসা করলো তখন বোনটা বললো সব যটনা এবং আমার কাছে এখন মরে যাওয়া ছারা আর কোন উপায় নাই। তখন বারিকদার তার সাধ্য মতো সাহায্য করলো। এমন হাজার কাহিনি আমাদের দেশে আছে। আমি কি একটু খবর নিতে পারি। আমি সবাইকে বলবো এটাই আমাদের সুযোগ প্রভুর বাক্য দেবার উত্তম সময়। শুধু ঈশ্বরে বাক্য প্রচার করলেই হবে না। সাহায্য তো ঈশ্বর আমাদের মাধ্যমেই করবেন। আসুন এই সময় যারা সেবামুলক কাজ করে তাদের পাশে থেকে সাহায্য করি। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877