শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

হঠাৎ কারখানায় তালা, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

হঠাৎ কারখানায় তালা, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতন, ছুটি ও ঈদ বোনাসের দাবিতে টঙ্গীতে প্রধান প্রধান সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। টঙ্গী বিসিকের অন্যতম বৃহৎ দুটি রফতানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার শ্রমিকরা প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিসেকের প্রধান সড়ক বন্ধ করে অবস্থান নেয়। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য কারখানার শ্রমিকরাও একই দাবিতে তাদের সাথে যোগ দেয়। পরে সব শ্রমিক টঙ্গী বিসিক ও শিল্প এলাকার অন্যান্য পোশাক কারখানায় গিয়ে উৎপাদন বন্ধ করে শ্রমিকদেরকে বের করে নিয়ে আসে। এভাবে সকাল ৯টা নাগাদ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের সংযোগস্থল স্থানীয় স্টেশন রোড মোড়ে এসে অবস্থান নেয়। বিক্ষুদ্ধ শ্রমিকেরা এ সময় রাস্তা অবরোধ দিয়ে বিক্ষোভ করে।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভের উৎপত্তিস্থল টঙ্গী বিসিকের পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গী বিসিকের পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার শ্রমিকরা জানান, কারখানা কতৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই বুধবার রাতে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে লাপাত্তা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তারা যথারীতি কাজে যোগদান করতে এসে কারখানার গেটে তালা ও বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় কারখানা দুটিতে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কাউকে তারা পাননি। কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তারা দায়িত্বশীলদের মোবাইল ফোন বন্ধ পান বলে অভিযোগ করেন। এ অবস্থায় তারা উপায়ন্তর না পেয়ে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক রাজ্জাকুল হায়দারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। শ্রমিকরা খুবই উশৃঙ্খল আচরণ করছেন। এমনকি সাংবাদিকসহ কেউ ছবি তুলতে চাইলে মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877