মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। শনিবার সকাল পর্যন্ত এ সংখ্যা ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জনের।
এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৫৫৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ৫২ হাজার ৪৭০ জনের মধ্যে ২২ লাখ ৩ হাজার ৭৭১ জন স্থির অবস্থায় রয়েছেন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৮ হাজার ৬৯৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।