শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে এবং আক্রান্ত ৮৭৯০ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৯৩টি, পরীক্ষা করা হয়েছে ৫৮২৭টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের তিনজন পুরুষ ও অপর দুজন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন এবং এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন। আইসোলেশনে নেয়া হয়েছে ১৬৮ জনকে। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৮ জন।

এ পর্যন্ত আক্রান্তের পরিমাণ ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৮৩.০৭ ভাগ), দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম (৪.৬ ভাগ), জানান তিনি।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877