বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন

গুম-হত্যার শিকার পরিবারগুলোকে ঈদ উপহার দিবে বিএনপি

গুম-হত্যার শিকার পরিবারগুলোকে ঈদ উপহার দিবে বিএনপি

বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে শনিবার। ওইদিন দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আরো উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। এমন কঠিন সময়ের মধ্যেও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছরও সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ-২০২০ কর্মসূচি উদ্বোধন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877