নিউইয়র্কে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস আত্মঘাতী করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক স্থানীয় সময ২১ এপ্রিল মঙ্গলবার ৮:৩০ মিনিটে স্ট্যাটেন আইল্যান্ড এর একটি হাসপাতালে দীর্ঘ ২৩ দিন করোনার সাথে যোদ্ধা করে অবশেষে তিনি হেরে গেলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে চলে গেলেন অজানা দেশে॥ তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া॥মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাট্যকর্মী গোপাল সান্যাল, সাংবাদিক শিতাংশু গুহ,সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা॥
গভর্নরের কার্যালয় নিশ্চিত করেছে যে ক্যুমো মঙ্গলবার হোয়াইট হাউজে করোনা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে করবেন। নিউইয়র্কে সবশেষ করোনাভাইরাসে ১৮ হাজার ৯২৯ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯৪ জন।
এদিকে নতুন প্রজেকশনে দেখা যাচ্ছে, জুনের প্রথম দিকে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট অঙ্গরাজ্যের লকডাউন আদেশ শিথিল হতে পারে।
আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২২৪ জন এবং আক্ৰান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯জন।