সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ফেনীর সেই মুয়াজ্জিনের দেহে করোনা ছিল না

ফেনীর সেই মুয়াজ্জিনের দেহে করোনা ছিল না

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুরে মারা যাওয়া মসজিদের মুয়াজ্জিন বজলুর রহমানের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে ওই পরীক্ষার ফল জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।

সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন বলেন, সোমবার রাতে ওই মুয়াজ্জিনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর আগের দিন রোববার ফেনী জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। তার রিপোর্টের ফল নেগেটিভ এসেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাপুরে মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক মুসল্লীর অংশগ্রহণে নামাজে জানাজা শেষে বিশেষ ব্যবস্থায় দাফন সম্পন্ন হয়। ফেনীতে এর আগেও একাধিক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করলে করোনা রোগী সন্দেহে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হয়।

স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, মুয়াজ্জিনের নমুনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় এলাকার জনমনে স্বস্তি রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল সাতটি নমুনা রিপোর্টের প্রতিবেদন এসেছে। সবগুলোর ফল নেগেটিভ। ফেনী থেকে গতকাল ২৩ ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে। ইতিমধ্যে জেলার ছাগলনাইয়ার রাধানগরে ও সোনাগাজীর চরছান্দিয়ায় দুই যুবক করোনাভাইরাস সংক্রমিত হয়। তারা মহিপাল ট্রমা সেন্টার আইসোলেশনে রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877