সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি মে মাসেই

এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি মে মাসেই

করোনা প্রাদুর্ভাবের মধ্যে আগামী মে মাসের শেষভাগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে দেশের সব পরীক্ষকের কাছে জমা থাকা পরীক্ষার উত্তরপত্র বিকল্প পন্থায় বোর্ড অফিসে পাঠাতে বলা হয়েছে। এ বছরে পরিবর্তিত পরিস্থিতির কারণে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষার্থীদের মোবাইল ফোনে এই রেজাল্ট পৌঁছানোর চিন্তা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ভার্চ্যুয়াল সভায় এসএসসি ও সমমানের ফলাফল প্রস্তুতির কাজ দ্রুত শেষ করতে দেশের সকল শিক্ষা বোর্ডে নির্দেশনা দেয়া হয়েছে। মে মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করার লক্ষ্য নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ জরুরি সভায় যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন। সভাটি পরিচালনা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক।

দেশের দুর্যোগের এই পরিস্থিতিতে সবচেয়ে বড় পরিসরের পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে এবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এ পরীক্ষার ফল প্রকাশ করার চিন্তা করা হচ্ছে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শিক্ষার্থীদের মোবাইল নম্বরও সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে আগামী মে মাসের শেষভাগে বিশেষ করে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে টার্গেট করে সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। সভায় এসএসসি ও সমমানের ফল প্রকাশের লক্ষ্য নিয়ে দ্রুত ফলাফল তৈরির প্রস্তুতির কাজ শেষ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। নয়া দিগন্তের এই প্রতিবেদককে তিনি আরো জানান, গণপরিবহন বন্ধ থাকায় আমরা পরীক্ষকদের কাছে থেকে উত্তরপত্র বা নম্বরপত্র সংগ্রহ করতে পারছি না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ দিনের মধ্যেই যাতে রেজাল্ট প্রকাশ করা যায় সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। ফল প্রকাশের সাথে সম্পৃক্ত বোর্ডের কাজ শতকরা ৭০ ভাগ এগিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, মার্চের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হলেও একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমে সময় কমিয়ে দেড় মাসের বদলে এক মাসের মধ্যে শেষ করতে আমরা প্রস্তাব দিয়েছি। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান মাসব্যাপী বন্ধের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে এমন প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন এ বিষয়ে জানান, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে ফরমাল বৈঠক হয়েছে। এসএসসি পরীক্ষার ফল তৈরির কার্যক্রমে বিষয়ে তাদের (বোর্ড চেয়ারম্যানদের) মতামত জানতে চাওয়া হয়েছে। ফল তৈরির অধিকাংশ কাজ শেষ হয়েছে বলে তারা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877