সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

খুমেকের আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

খুমেকের আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

খুলনা মেডিক্যাল কলেজের আরো দুইজন শিক্ষকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত দুইজন চিকিৎসক হলেন, গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজের তিন শিক্ষক করোনা পজিটিভ হলেন।

খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, রোববার খুমেকের পিসিআর মেশিনে ২০১জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কলেজের গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপকের করোনা পজেটিভ হয়। বাকি ১৯৯ জনের নেগেটিভ এসেছে।

তিনি বলেন, বর্তমানে ওই দু’জন শিক্ষক খুমেকের গেস্ট হাউজে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নগরীর বয়রাস্থ করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসা দেয়া হবে।

এর আগে গত শনিবার খুমেকের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ আসে। এছাড়া গত ১৪ এপ্রিল খুলনা খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে রোববার পর্যন্ত খুমেকের পিসিআর মেশিনে ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877