বিয়ে করলেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান। তার স্ত্রী জান্নাত ফেরদৌস ইতালি প্রবাসী। গত ১১ জুন তাসকিনের মিরপুরের বাসায় তাদের আকদ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা তাসকিন নিজেই।
তাসকিন বলেন, ‘বছরখানেক আগে একটা পার্টিতে আমাদের দেখা হয়। এরপর থেকে আমাদের কথাবার্তা, সম্পর্ক। তিনমাস ধরে আমরা প্রেম করেছি। বিষয়টি পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১১ জুন ঘরোয়া আয়োজনে আমাদের আকদ অনুষ্ঠিত হয়। খুব শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো।’
নারায়ণগঞ্জের মেয়ে জান্নাত ফেরদৌসের শৈশব-কৈশোরের বড় একটা সময় কেটেছে ইতালিতে। তিনি দেশটির নাগরিক। গত পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশে বসবাস করছেন।
এদিকে, এটি অভিনেতা তাসকিনের দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত আছেন ‘শান’ ছবির কাজে। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম।