আমি লজ্জিত!
নিউইয়র্কে ত্রাণ ও সাহায্যের ছড়াছড়ি শুধুই ফেসবুকে। সব কার্যক্রমই ভিডিও ও ছবিতেই সীমাবদ্ধ। অনেকে তেল মাথায় তেল ঢালছেন।
দুদিন আগে লং আইল্যান্ড সিটির একটি পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরেছিলাম। আমার স্ট্যাটাস দেখে কত মানুষ ফেসবুকে ঝাপিয়ে পড়লেন। আমার সাথে যোগাযোগ করলেন। ফোন নম্বর নিলেন। সাহায্য করতে চাইলেন। কিন্তু ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা চন্দন দত্তসহ দুজন ছাড়া কেউই এগিয়ে এলেন না।
অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষের সেবা করতে চাইছেন। আমি এমন কয়েকজনকে পরিচয় গোপন করে ফোন দিয়েছিলাম। বললেন, তাদের ত্রাণ শেষ হয়ে গেছে। অথচ স্ট্যাটাস দিয়েছিলেন ঘণ্টাখানেক আগে।
আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে বলছি, করোনাভাইরাসের তীব্র আঘাতের পরও আমরা কখনো মানবিক হবো না। এই পৃথিবীটা হবে চরম অসহিষ্ণু ও যুদ্ধবিগ্রহ। চারদিকে তার প্রমাণ পাচ্ছি।
(সাংবাদিক শহিদুল ইসলামের ফেসবুক থেকে নেওয়া)