শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

বাবা হচ্ছেন সাকিব, স্বাগতম জানালো ‘বড় বোন’ আলাইনা

বাবা হচ্ছেন সাকিব, স্বাগতম জানালো ‘বড় বোন’ আলাইনা

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কন্যা আলাইনা হাসান অব্রির একটি  ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। এই ছবিতে একটি টি-শার্ট হাতে পোজ দেন আলাইনা। টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম’ আর ক্যাপশনে লেখা ‘বিগ সিস্টারহুড’। তার মানে হলো বড় বোন হতে যাচ্ছেন আলাইনা আর বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান।

তাইতো নতুন অতিথিকে স্বাগতম জানানো হয়েছে। আর আলায়নাও প্রস্তুত বড় বোনের দায়িত্ব পালন করতে। এইর আধঘণ্টা পর ঠিক একই ছবি এবং একই ক্যাপশন দিয়ে পোস্ট করেন সাকিব পত্নী উম্মে আহেমদ শিশির।

সাকিব-শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখ। ‘১২-১২-১২’ তারিখ থেকে দুজন একই ছাদের নীচে বসবাস শুরু করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষা সাকিব দম্পতির। তবে মেয়ের বাবা হচ্ছেন নাকি ছেলের- তা এখনো জানাননি সাকিব।

সাকিব পরিবার এখন যুক্তরাষ্ট্রে আছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন বিশ্ব সাস্থ্য সংস্থার বিধি মোতাবেক সেল্ফ কোয়ারেন্টিনে ছিলেন ১৪ দিন। তার পর পরিবারের সঙ্গে দেখা করেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877