শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনা সন্দেহে আরো একজন আইসোলেশনে

করোনা সন্দেহে আরো একজন আইসোলেশনে

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে প্রথম এক রোগীকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভর্তির পর তাকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে।

ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা জানান, ওই রোগীর মধ্যে করোনার বেশ কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে করোনা পজিটিভ থাকার সন্দেহ রয়েছে।

জানা যায়, ওই রোগীর বয়স ৪৮ বছর। তিনি পেশায় একজন কৃষক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, বিশেষভাবে ওই রোগীকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে। পরবর্তীতে তার পরীক্ষা-নিরিক্ষা করা হবে। হাসপাতালের চিকিৎসকবৃন্দ তার স্বাভাবিক চিকিৎসা চালু রেখেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877