শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় দরিদ্র হয়ে যাবে এশিয়ার ২ কোটি ৪০ লাখ লোক

করোনায় দরিদ্র হয়ে যাবে এশিয়ার ২ কোটি ৪০ লাখ লোক

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। এর ফলে এই অঞ্চলের প্রায় ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ) মানুষ দরিদ্র হয়ে যাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছে, এতে করে সব দেশই তাৎপর্যপূর্ণভাবে আক্রান্ত হবে।

তবে যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল, তারা চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক এই ইনস্টিটিউট।

বিশ্বব্যাংকের আশঙ্কা, বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে ৩ কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। চীনে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়নে। করোনাভাইরাসের কারণে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর প্রবদ্ধি ২ দশমিক ১ শতাংশ কমে যাবে।

এ ছাড়া থাইল্যান্ডের পর্যটনখাত এবং ভিয়েতনাম, কম্বোডিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়বে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877