শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মৃত্যুপুরী নিউইয়র্ক: ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশির মৃত্যু

মৃত্যুপুরী নিউইয়র্ক: ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশির মৃত্যু

মৃত্যুপুরী নিউইয়র্ক: ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশির মৃত্যু
মৃত্যুপুরী ভর করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। করোনাভাইরাসের নরকীয় তাণ্ডবে লণ্ডভণ্ড হওয়ার উপক্রম নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকাগুলো।এমন নগরী হয়তো কেউ আগে দেখেনি। যে নগর জেগে থাকে নিত্য কোলাহলে। ভোরের আলো দেখার আগেই রাস্তায় হাজারো গাড়ির শব্দ, সেখানে আজ লাশের সারি। এক দিনে নিউইয়র্ক নগরীর লাশের মিছিলে যোগ হয়েছেন আটজন স্বদেশি। এ ছাড়া মিশিগানের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুসংবাদ পাওয়া গেছে।

নিউইয়র্কে এখন চলছে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল: মিনিটে প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দীর্ঘদিন কিডনি রোগে ভুগে হাসপাতালে ছিলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস তাকে আর পরিবার পরিজনদের কাছে ফিরতে দিলোনা।ফটো সাংবাদিক স্বপন ভাই কিছুদিন আগে কিডনি জটিলতা নিয়ে কোমায় থেকে ফিরে এসেছিলেন।নিউইয়র্ক প্রবাসি সাংবাদিকরা তার জন্য কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য একটি ফান্ডরেইজিং করেছিলেন। সেই অর্থ দিয়ে তাকে ভারতে পাঠানোর কথা ছিল। শোকার্ত পরিবার পরিজনদের সান্ত্বনা দেবার মত ভাষা নেই। যেকোনো মুহুর্তে আমাদের ভাগ্য বদল হতে পারে।মৃত্যুই আমাদের সবার গন্তব্য।মহান আল্লাহ স্বপন ভাইকে বেহেস্ত নসীব করুন। আমিন।

নাইন–ইলেভেনের পর এমন নির্মমতার সাক্ষী হবে নিউইয়র্কবাসী, সেটা হয়তো কেউ কল্পনা করেনি। মৃত্যুর মিছিলে এখন বাংলাদেশিরা। বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠা। চারদিকে শুধু চাপা কষ্ট, কখন কী হয়ে যায়?
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২১ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে সর্বমোট ২৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ মৃত্যু হয়েছে কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাঁদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।
এক দিনে করোনাভাইরাসে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে বাংলা সংবাদমাধ্যমের ইলিয়াস খসরু, ফরিদ আলম, স্বপন হাই ছাড়াও চিকিৎসক ওসমানী, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, কমিউনিটি নেতা ফরহাদ আহমেদ চৌধুরীসহ অনেকের জন্য স্বজনেরা দোয়া প্রার্থনা করেছেন।

মীর্জা হুদা সোহাগ 6.10 pm করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন তার অকাল মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় ক্ষতির হয়ে গেল তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৫ জন। মারা গেছে ২ হাজার ৫০৯। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত হয়েছে ৫৯ হাজারেরও বেশি মানুষ। মারা গেছে৯৬৫ জনের অধিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877