বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

করোনাভাইরাসে প্রাণ হারালেন মার্কিন গায়ক জো ডিফি

করোনাভাইরাসে প্রাণ হারালেন মার্কিন গায়ক জো ডিফি

INDIO, CALIFORNIA - APRIL 26: Joe Diffie performs onstage during the 2019 Stagecoach Festival at Empire Polo Field on April 26, 2019 in Indio, California. (Photo by Frazer Harrison/Getty Images for Stagecoach)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মার্কিন দেশাত্মবোধক গানের শিল্পী জো ডিফি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।

রোববার চিকিসাধীন অবস্থায় এ জনপ্রিয় গায়কের মৃত্যু হয়। কিছুদিন আগে তার শরীরে ধরা পড়ে প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯। খবর সিএনএনের।

বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সঙ্গে লড়াই করে ২৯ মার্চ মারা যান জো।

জো ডিফি গত শুক্রবার নিজেই ঘোষণা করেছিলেন তিনি করোনায় আক্রান্ত। আর তার পরেই তার অবস্থা আরও সঙ্কটজনক হতে থাকে।

অবশেষ রোববার মৃত্যু হয় এই জনপ্রিয় মার্কিন কান্ট্রি সিঙ্গারের। ডিফির জনসংযোগ কর্মকর্তাই তার মৃত্যুর খবর ঘোষণা করেন।

জন্মসূত্রে ওকলাহোমার বাসিন্দা জো ডিফি ২৫ বছর ধরে ওলে ওপরির সদস্য ছিলেন।

তার জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে- হংকি টংক অ্যাটিটিউড, প্রপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স, বিগার দ্যান দ্য় বিটলস, ইফ দ্য় ডেভিল ডান্সড।

এর মধ্যে থার্ড রক ফ্রম দ্য সান ও হংকি টংক অ্যাটিটিউড খুবই জনপ্রিয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877