শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪

রংপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪

রংপুরে ট্রেনের ধাক্কায় অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। জেলার পীরগাছার অন্নদানগরে সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, পার্বতীপুর থেকে একটি ইঞ্জিন বোনারপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় অন্নদানগর রেলস্টেশনের দক্ষিণ রেল ঘুমটিতে অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক হামিদুল ইসলাম দুখু (৩৪) ও যাত্রী নুরুন্নাহার বেগম (২৫)।

গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোযাত্রী সুমি (২১) ও মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরো দুইজন মারা যান। হাবিবা (৩৭) ও ফেরদৌসি (২২) নামে দুই অটোযাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে সুমি ও নুরনাহার একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই পীরগাছা থেকে লালমনিরহাট যাচ্ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877