রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

স্পেনের রেকর্ড, একদিনেই ৮৩৮ জনের মৃত্যু!

স্পেনের রেকর্ড, একদিনেই ৮৩৮ জনের মৃত্যু!

ইতালির পর ইউরোপের দেশ স্পেনেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮৩৮ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৫৮২ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭।

এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২৩ হাজার। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ১০ হাজার ২৩ জন।

২০১৯ সালের চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৩৭ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০৩ জন মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877